পবিত্র মাহে রমজানে ব্রাহ্মণবাড়িয়ার দোকান পাট খোলার সময় সূচি পরিবর্তন


পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আবার ও এলো মহা পরিবর্তন। সাধারণ মানুষের কথা চিন্তা করে এবং যেহেতু পবিত্র মাহে রমজানে মানুষ ঘুম থেকে দেরিতে উঠে তাই ব্রাহ্মণবাড়িয়া জেলায় কাঁচা বাজার ও দোকানপাট খোলা রাখার সময়সূচি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।


 সকাল ৬ টার পরিবর্তে বাজার ৮ থেকে শুরু হবে এবং চলবে বিকেল চারটা পর্যন্ত। রমজানের সময় সকালে সবাই একটু  দেরি করে ঘুম থেকে ওঠেন এই জন্য সাধারণ মানুষের যেন কোন ভোগান্তির মুখে না পড়তে হয় এই জন্যই সিদ্ধান্ত নেয়া হয়েছে কর্তৃপক্ষ।







সভাপতিত্ব করেন:
জেলা প্রশাসক মহোদয়, হায়াত উদ-দৌলা খান
ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজের সম্মেলন কক্ষ


সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,

পুলিশ সুপার আনিসুর রহমান,

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক : আল মামুন সরকার, পৌর মেয়র নায়ার কবির, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ একরাম উল্লাহ, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাক্তার আবু সাঈদ প্রমূখ।

সভায় জানানো হয়, পবিত্র রমজান মাসে যেহেতু ধর্মপ্রাণ ব্রাহ্মণবাড়িয়া বাসী ইবাদত বন্দেগী করে  সেহেরী খেয়ে ঘুম থেকে একটু দেরিতে উঠেন। তাই সকাল ৬ টার পরিবর্তে ৮ টায় দোকান পা, কাচাঁ বাজার খোলার সিদ্ধান্ত নেন।

চলবে বিকাল ৪ টা পর্যন্ত। তবে ইফতারি বিক্রয় করার কোন সুযোগ থাকছে না। আর বিক্রি করলে  সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানা যায়।

করোনা পরিস্থিতি মোকাবেলাই  এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।

আদেশক্রমে:
#করোনা প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি।




Post a Comment

0 Comments