করোনা পরিস্থিতিতে পতিত জমির গুরুত্ব বাড়ছে।

এক বিন্দু জমিও  পতিত রাখা যাবে না বললেন জাতির পিতা দেশরত্ন মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




গ্রাম ছেড়ে শহরে ভিড় :
বর্তমানে বাংলাদেশের প্রায় সব গ্রামের মানু্ষই জীবিকার তাগিদে গ্রাম ছেড়ে শহবে ভিড় জমাচ্ছে। তাই তারা ফসলি জমি চাষ করতে অনেক টাই অনিহা। আর বিশেষ করে আগের মত জমি চাষ করে তেমন লাভবান ও হতে পারে না। তাই কৃষকরাও আগের মত জমি চাষ করতে চাই না। বিশেষ করে ফসলিতে জমিতে ব্যবহার্য দ্রব্য সামগ্রীর দাম ও নাদাগালের বাহিরে।

আর বাংলাদেশের বেশীর ভাগ জমিই এক ফসলি তাই তারা চাষ করে তাদের চাহিদা মেটাতে ও পারছে না। বছর শেষে চাষীদের ঘরে আসা ফসল এর মূল্য তাদের খরচের কাছাকাছি থাকায় তারা জমি চাষ এ অনিকা প্রকাশ করে।
তাই তারা অন্য পথ অবলম্বন করতেই তাদের শহরে আগমণ। আর শহরে এসেও তারা তাদের কাঙ্খিত লক্ষ্যে পৌছতে পারছে। তাদের জীবনে কষ্টের অধ্যায় আর শেষ ও হচ্ছে না।

করোনা পরি

Post a Comment

0 Comments