মানবতার সেবায় প্রাউড অব ব্রাহ্মণবাড়ীয়া

প্রায় ২৫০+ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ ।

https://www.youtube.com/watch?v=6buKO_vfu8Y

সংগঠনের নামঃ প্রাউড অব ব্রাহ্মণবাড়ীয়া।
প্রতিষ্ঠাতাঃ সাদ্দাম হোসেন ভূঁইয়া।
প্রতিষ্ঠা সালঃ ১৫ই জুন ২০১৫ ইং

বিশিষ্ট সমাজ সেবক ও মানবাধিকার সংগঠক প্রাউড অব ব্রাহ্মণবাড়ীয়ার কর্নধারঃ কোহিনুর আক্তার।

প্রাউড অব ব্রাহ্মণবাড়ীয়া” এটি ব্রাহ্মণবাড়ীয়া জেলার একটি সংগঠন। এই অনলাইন ভিত্তিক সংগঠনটি এক মহৎপ্রাণ মানুষের দ্বারা প্রথম এই ব্রাহ্মণবাড়ীয়ায় আগমন করে। যার হাত ধরে হাজার হাজার ছেলে-মেয়ে অসহায়দের পাশে দাড়াঁনোর সাহস পায়। তারা নিজ নিজ এলাকার সীমানা পেড়িয়ে ব্রাহ্মণবাড়ীয়ার ৯টি উপজেলায় নিরলসভাবে তাদের কার্যক্রম চালিয়ে  যাচ্ছে।   

যার অনুপ্রেরণায় অনলাইন ভিত্তিক হাজার হাজার ছেলে-মেয়ে বিশেষ করে যারা প্রবাসে আছেন তারা দুঃস্থ, প্রতিবন্ধী, গৃহহীন ও অসহায় মানুষদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। তিনি হলেন -“প্রাউড অব ব্রাহ্মণবাড়ীয়া”র প্রতিষ্ঠাতা সাদ্দাম হোসেন ভূইয়া।


 Image may contain: 2 people, people smiling

সাদ্দাম হোসেন ভূঁইয়া (প্রতিষ্ঠাতা, প্রাউড অব ব্রাহ্মণবাড়ীয়া)

১৫ই জুন ২০১৫ ইং সাল, 
যার কোমল হৃদয়ে প্রথম অনুভূতি জাগে  দুঃস্থ, প্রতিবন্ধী, গৃহহীন ও অসহায় মানুষদের কিছু করার। আর যেই চিন্তা সেই কাজ। শুরু করে দিল তার মিশন। প্রথম দিকে সে নিজে নিজেই অসহায় মানুষদের সাহায্য করতে থাকে। এবং তার লেখাপড়ায় ব্যস্ত থাকায় তেমন ভাবে কার্যক্রম চালিয়ে যেতে পারেনি। 

২০১৭ সাল,
প্রাউড অব ব্রাহ্মণবাড়িয়া” সংগঠনের মাঠ পর্যায়ে সামাজিক ও মানবিক কাজের অগ্রগতি হয়।

যাদের হাত ধরে 'প্রাউড অব ব্রাহ্মণবাড়িয়া' সংগঠনের মাঠ পর্যায়ে সামাজিক ও মানবিক কাজের অগ্রগতি হয়, 
তাদের নামসমূহ নিম্নরুপ-
১। সাদ্দাম হোসাইন ভূঁইয়া (প্রতিষ্ঠাতা),
২। মোঃ মোবারক সরকার (সহকর্মী),
৩। শামীমা স্নিগ্ধা (সহকর্মী),
৪। কুহিনূর আক্তার (সহকর্মী),
৫। আক্তার মাহমুদ (সহকর্মী),
৬। লোকমান হোসেন (সহকর্মী),
৭। ইসমাইল হোসাইন নিরব (সহকর্মী),
৮। মাইমুনা বিনতে শুকতারা (সহকর্মী),
৯। আসাদুজ্জামান আসাদ (সহকর্মী),
১০। জিলানী তুর্য (সহকর্মী),
১১। জুনায়েদ ইসলাম রিফাদ (সহকর্মী),
১২। তাজুল ইসলাম জয় (সহকর্মী),
১৩। আফসানা শেখ (সহকর্মী),
১৪। হাকিম ভূঁইয়া (সহকর্মী)  ও
১৫। আদিত্য কামাল (সহকর্মী)

উপরে উল্লেখিত ১৫জন সক্রিয় সদস্য নিয়ে তাদের কার্যক্রম চালিযে যায়। তারা সফলভাবে বর্তমানেও তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এমন মহতী কাজ যারা করেন তারা সত্যি মহান। 

বর্তমানে “প্রাউড অব ব্রাহ্মণবাড়ীয়া”র অনলাইন সদস্য ৬১ হাজারের উপরে। এই সংগঠনে যারা সদস্য তারা নিরলস ভাবে তাদের কার্যক্রম সফলভাবে করে থাকেন। 

ব্রাহ্মণবাড়ীয়ার ৯টি উপজেলাতেই প্রাউডের সদস্য বিদ্যমান। দুঃস্থ, প্রতিবন্ধী ও অসহায় মানুষদের যেকোনো সমস্যা হলেই প্রাউড তাদের পাশে দাড়াঁয়।

ব্লাড ডোনেট থেকে শুরু করে শীতে বস্ত্র বিতরণ অসহায়দের খাবার দেওয়া প্রাউড অব ব্রাহ্মণবাড়ীয়ার প্রধান লক্ষ্য।

তাই অসহায় মানুষের পাশে থাকুন সুন্দর দেশ গড়ুন


ঈদের আনন্দকে ভাগাভাগি করার জন্য সবার আগে প্রাউড অব ব্রাহ্মণবাড়ীয়ার সদস্যরা অসহায়দের বাড়ি বাড়ি ঈদ সামগ্রী পৌছেঁ দিয়েছেন।

সামাজিকতায় আমরা, মানবিকতায় আমরা" এ আদর্শকে ধারণ ও লালন করে 
 ****প্রাউড অব ব্রাহ্মণবাড়ীয়ার প্রতিষ্ঠাতা 
১. সাদ্দাম হোসেন ভূঁইয়া ও
 ****বিশিষ্ট সমাজ সেবক ও মানবাধিকার সংগঠক প্রাউড অব ব্রাহ্মণবাড়ীয়ার কর্নধার 
২. কোহিনুর আক্তার 
****প্রাউড অব ব্রাহ্মণবাড়ীয়ার উপদেষ্ঠা
৩. শরীফ আহমেদ খান এর 
সার্বিক তত্ত্বাবধানে নহ্মত্র সমতুল্য এক ঝাঁক উদীয়মান স্বেচ্ছাসেবী- 
১. সাদিয়া ইসলাম, 
২. তানভীর আহমেদ সৌরভ, 
৩. নেহাল রানা, 
৪. আসিফ খলিফা, 
৫. ইমরান সানি, 
৬. আমজাদ ভূঁইয়া ও 
৭. সাংবাদিক সুমন এর 
অক্লান্ত পরিশ্রমে দুঃস্থ, প্রতিবন্ধী ও অসহায় মানুষদের ঈদের খুশির জন্য ব্রাহ্মণবাড়ীয়া সদর সহ আশেপাশের উপজেলায় প্রায় ২৫০+ জন মানুষের মুখে হাসি ফুটাতে একটু ভিন্ন আঙিকে ঈদ ক্যাম্পেইন এর আয়োজন করা হয়।
এই আয়োজনে যা যা ছিল তা নিম্নরুপঃ 
১. সেমাই, 
২. নারিকেল, 
৩. ডানো দুধ, 
৪. নুডুলস, 
৫. কিচমিচ, 
৬. তেজপাতা, ও 
৭. চিনি সহ 
ঈদ সামগ্রি সুন্দরভাবে বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়ার ব্যাবস্থা গ্রহণ করা হয়। দুঃস্থ ও অসহায় মানুষের পাশে ঈদের হাসি ফুটাতে যিনি দূরে অবস্থান করে ও প্রাউড অব ব্রাহ্মণবাড়ীয়া সংগঠনে সবচাইতে বেশি সহযোগিতা করেছেন তিনি হচ্ছেন- একজন নিভৃত পরোপকারী মহৎ প্রাণ আমার অতি কাছের প্রিয় ভাই 
 *** জনাব খেলো  মিয়া
 *** শিশির সিকদার (বাংলাদেশ স্পর্স সোসাইটির প্রতিষ্ঠাতা)। 

এ মহতী উদ্যোগে তাদের পাশে থাকতে পেরে অনেক প্রশান্তি অনুভব করেছি। পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করছি শিশির ভাইয়া সহ যারা বিভিন্ন ভাবে এ মহৎ কাজে সহযোগিতা করেছেন তাদেরকে এ দানের বদৌলতে সকলকে সুস্থ, সুন্দর ও নেক হায়াত দান করুন। 
আমিন।

এমন একজন সাদ্দাম হোসেন ভূঁইায়া প্রতিটি ঘরে ঘরে যেন জন্ম নেয়। অসহায়দের সহায় হয়। আসুন আমরা সবাই সবার জায়গা থেকে অসহায়দের সাহায্য করি। তাদের পাশে থেকে তাদের সাহস জোগায়।

নিজে দান করোন এবং অন্যকে দান করতে উৎসাহিত করোন। নিজের আনন্দ অন্যের সাথে ভাগাভাগি করোন। দেখবেন অনেক তৃপ্তি পাবেন।

How to Get People to Click on Your Buttons: A Crash Course ...

Post a Comment

0 Comments