ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে ব্যতিক্রমী প্রতিষ্টান।
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আলহাজ্ব ্এ্যাডঃ মাওলানা কাজী মোঃ ইসলাম উদ্দিন দুলাল
প্রতিষ্ঠাতার কথা:
সম্মানিত অভিভাবক ও শুভানুধ্যায়ী
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
শিক্ষা একটি জাতির আশা আকাঙ্ক্ষাকে বাস্তবে রুপায়িত করে। শিক্ষাই মানুষকে সভ্য, সুন্দর, আলোকিত ও সুখী জীবন যাপন, সমৃদ্ধ সমাজ তৈরি, নৈতিক ধর্মীয় ও আত্মিক মূল্যবোধ সৃষ্ঠি, মানবিক গুণাবলী সাধন এবং উত্তম চরিত্র ও আদর্শ মানুষ তৈরি করে। সভ্যতার এই ক্রান্তিলগ্নে প্রতিযোগিতামূলক বিশ্বায়নের যুগে পিছিয়ে পড়া সমাজ ব্যবস্থাকে সর্বোচ্চ আসনে মাথা উঁচু করে দাঁড় করাতে পারে একমাত্র শিক্ষা। একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ হচ্ছে Globalization এবং Digitalization প্রযুক্তি নির্ভর শিক্ষা। এই চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য ও প্রযুক্তি নির্ভর শিক্ষার কোন বিকল্প নেই। আমাদের দেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থা কোনটাই শিক্ষার মূল উদ্দেশ্য সাধনে স্বয়ংসম্পূর্ণ নয়। সাধারণ শিক্ষা ধারা দক্ষ ও বৈশ্বিক জ্ঞান সম্পন্ন মানুষ তৈরিতে সহায়তা করেছে বটে। কিন্তু তাহা সত্যিকার মূ্ল্যবোধ ও নৈতিকতা অর্জনে যথাযথ ভূমিকা পালন করছে না। আবার মাদ্রাসা শিক্ষাধারা নৈতিক সম্পন্ন একদল মানুষ তৈরিতে সফল হলেওে তা দক্ষ ও সৃজনশীল মানুষ তৈরিতে কাঙ্খিত সফলতা অর্জ ন করতে পারেনি। তাই সময়ের দাবী একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থা, যার মাধ্যমে একজন শিক্ষার্থীর জাতিসত্তা বিকাশের পথ হবে উন্মুক্ত, চরিত্র হবে সুন্দর, ঈমান হবে সুদৃঢ়. সমাজের প্রতি আপন দায়-দায়িত্ব পালনের অনুভূতি ও দেশপ্রেম হবে তীব্রতর, স্বীয় দায়িত্ব পালনের বিষয়ে পরকালের জবাবদিহিতার ভয় থাকবে অন্তরে সদা জাগ্রত, সমাজ ও রাষ্ট্র হবে দুর্নীতি মুক্ত। এতদাবস্থায় প্রয়োজন পূরণে আধুনিক বিশ্বের সকল প্রকার চ্যালেঞ্জ মোকাবেলায় বৈশ্বিক অবদান রাখার নিমিত্তে কুরআন-সুন্ন্হর ভিত্তিতে ইসলামের প্রকৃত শিক্ষার আলোকে সর্বাধুনিক আন্তর্জাতির কারিকুলামে আধুনিক বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থার আলোকে সরকারি নীতিমালা ও জাতীয় পাঠ্যক্রম অনুযাী মননশীল নৈতিক মূল্যবোধ সম্পন্ন যোগ্য আদর্শ নাগরিক এবং যোগ্য আলেমে দ্বীন তৈরির বাস্তবমুখী একটি পূণাঙ্গ ও সফল শিক্ষা ব্যবস্থা উপহার দিতে “আই.ইউ. ইসলামিক ইনস্টিটিউট” অঙ্গীকারাবদ্ধ। তাই আপনার সন্তানকে সময়োপযোগী শিক্ষাদানে আমরা বদ্ধপরিকর। এ অগ্রযাত্রায় আপনার সহযোগিতা ও পরামর্শ একান্ত কাম্য।
সালামান্তে-
আলহাজ্ব ্এ্যাডঃ মাওলানা কাজী মোঃ ইসলাম উদ্দিন দুলাল
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক
ফোন : ০৮৫১-৬২১১৪, মোবাইল : ০১৭১১-৪৬০১৩৩
আপনার সন্তানকে কেন “আই.ইউ. ইসলামিক ইনস্টিটিউট” এ ভর্তি করাবেন?
বিশেষত্ব সমূহ:
তিনটি ভাষা (বাংলা, ইংরেজি ও আরবি) সমান চর্চার বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ।- আরবি ও ইংরেজি ভাষায় পারদর্শিতা অর্জন এর জন্য Audio & Visual পদ্ধতিতে বিশেষ কর্মসূচি ধারাবাহিক বাস্তবায়ন।
- অভিজ্ঞ ও সর্বোচ্চ শিক্ষা গবেষণা ও তত্ত্বাবধানে প্রণীত আধুনিক বিশ্বের বিভিন্ন দেশের সিলেবাসের আলোকে সমন্বিত সিলেবাস অনুসরণ।
- প্রতিষ্ঠানের শিক্ষাদান ও প্রশাসনিক কার্যক্রমে সর্বাধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ।
- দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে পাঠদান।
- আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয়ে সু-নাগরিক তৈরি।
- Spoken English & Arabic এ বিশেষ দক্ষতা অর্জন।
- দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য Scholarship.
- ন্যাশনাল কারিকুলাম অনুযায়ী সৃজনশীল পদ্ধতি অনুসরণ ও Content ভিত্তিক পাঠদান।
- সু-সজ্জিত মাল্টিমিডিয়া ক্লাসরুম ও সমৃদ্ধ সাইন্স ল্যাব।
- শ্রেণিকক্ষে কম্পিউটার শিক্ষার সু-ব্যবস্থা।
- নূরানী পদ্ধতিতে বিশুদ্ধ কুরআন শিক্ষা।
- অভিনব কৌশলে ক্লাসের পড়া ক্লাসেই সম্পন্ন করা।
- একাডেমিক ক্লাসের পাশাপাশি কেয়ার সুবিধা।
- শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ নিশ্চিত করা।
- শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে (Co-curricular Activities) সম্পৃক্ত করা।
- ছাত্র, শিক্ষক ও অভিভাবক সমন্বিত মতবিনিময় সভা।
- উন্নত ও মনোরম পরিবেশে আধুনিক হোস্টেলের সুবিধা।
- সুষম খাবার ও ঋতুভেদে ফল-ফলাদির ব্যবস্থা।
- অনাবাসিক শিক্ষার্থীদের Home Visit এর ব্যবস্থা।
- আবাসিক শিক্ষার্থীদের ২৪ ঘন্টা রুটিনের ব্যবস্থা।
- আপনি কি আপনার সন্তানকে আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ সম্পন্ন একজন দেশ প্রেমিক, সুনাগরিক ও আলেমে দ্বীন হিসেবে প্রতিষ্ঠিত করতে চান?
- আপনার সন্তানকে আধুনিক উন্নত শিক্ষার পাশাপাশি কুরআন-সুন্নাহ'র জ্ঞানে দক্ষ করে গড়ে তুলতে চান? আপনার সন্তানকে আল্লাহ ও তাঁর প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নির্দেশিত পথে দেখতে চান?
- আপনার সন্তানকে সমন্বিত শিক্ষায় একজন পরিপূর্ণ মানুষ হিসেবে দেখতে চান?
- আপনার সন্তানকে অপসংস্কৃতি ও নাস্তিকবাদ থেকে মুক্ত রাখতে চান?
- আপনার সন্তানকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ ও উপযোগী করতে চান?
- প্রতি বছরের ১ নভেম্বর হতে পরবর্তী বছরের ভর্তি কার্যক্রম শুরু হয়।
- অফিস চলাকালীন সময়ে নির্ধারিত ফি প্রদান পূর্বক ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।
- ভর্তি ফরম পূরণ পূর্বক নির্দিষ্ট তারিখের মধ্যে জমা দিয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
- ভর্তি পরীক্ষার তারিখ ও সময় ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে উল্লেখ থাকবে।
- ভর্তিচ্ছু শিক্ষার্থীকে যে শ্রেণীতে ভর্তি হতে চায়, তার পূর্ববর্তী শ্রেণির সিলেবাস এর আলোকে মৌখিক ও লিখিত পরীক্ষা দিতে হবে।
- ছাত্র-ছাত্রীদের ২ কপি পাসপোর্ট সাইজ ও ২ কপি স্টাম্প সাইজ রঙ্গিন ছবি।
- জন্ম নিবন্ধন এর ফটোকপি।
- পূর্ববর্তী প্রতিষ্ঠানের ছাড়পত্র।
- অনুমোদিত ২জন অভিভাবকের প্রত্যেকের ২ কপি রঙ্গিন ছবি।
- অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
- কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত অভিভাবক ও কোন ছাত্র-ছাত্রীদের সাথে সাক্ষাৎ করতে পারবেনা।
- "অভিভাবক সাক্ষাৎকার দিবস" প্রতি শুক্রবার সকাল-৯ টা থেকে বিকাল-৫ টা পর্যন্ত।
- অভিভাবকগণ মোবাইল ফোনে যোগাযোগ প্রতিদিন আসর থেকে মাগরিব পর্যন্ত।
- ছাত্র-ছাত্রীদেরকে সামাজিক কোন অনুষ্ঠানের জন্য ছুটি দেওয়া হয় না।
- অনুমোদিত অভিভাবকই সাক্ষাৎ ও ছুটি মঞ্জুর করতে পারবেন।
- ছাত্রাবাসে অবস্থানকালে ছাত্র-ছাত্রীদের কাছে কম্পিউটার, মোবাইল, ক্যামেরা ও ক্যাসেট প্লেয়ার ইত্যাদি রাখা নিষিদ্ধ।
আলহাজ্ব ্এ্যাডঃ মাওলানা কাজী মোঃ ইসলাম উদ্দিন দুলাল
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক
ফোন : ০৮৫১-৬২১১৪, মোবাইল : ০১৭১১-৪৬০১৩৩
0 Comments