পরলোগম করলেন পাকশিমূল হাজী শিশু মিয়া উচ্চ বিদ্যালয়ের ধর্ম বিষয়ক শিক্ষক

পাকশিমূল হাজী শিশু মিয়া উচ্চ বিদ্যালয়ের ধর্ম বিষয়ক শিক্ষক, জনাব, মাওঃ আব্দুর রহমান ( কাদির মৌলভী ) গতকাল আনুমানিক রাত ৯.৪৫ মিনিটের সময় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রা'জিউন

শারীরিক ভাবে অসুস্থ্য থাকায় ঢাকা বারডেম হাসপালে নিয়ে যাওয়া  হয়।  আব্দুর রহমান সাহেব(কাদির হুজুর) বারডেম হাসপাতালে  ইন্তেকাল করেছেন। অবশেষে তার নিজ বাড়িতে গাড়ি করে আনা হয়। কভিড ১৯ এর কারণে নিধার্রিত দূরত্ব বজায় রেখে উনার জানাজা আদায় করা হয়।

পাকশিমুল হাজী শিশু মিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বও পালন করেন। খুবই দক্ষতার সাথে তার কর্মজীবন অতিবাহীত করেন। বিদ্যালয়ে একজন দায়িত্ব পরায়ণ শিক্ষাক ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারসহ আত্মীয়স্বজনের মাঝে।

গ্রাম পর্যায়ে প্রতিটি মানুষের সাথে তার চলাফেরা ছিল খুবই মধুর অর্থাৎ ছোটদের কে আদর স্নেহ ‍ও বড়দের প্রতি ছিল শ্রদ্ধা ও ভালোবাসা। প্রতিটি ক্ষেত্রে মানুষের ভালো করার চেষ্টা করেছেন।

ব্যক্তিগত ভাবে আমার খুব প্রিয় একজন ব্যক্তিত্ব ছিলেন কাদির ভাই। কিছু মৃত্যু মেনে নেওয়া সহজ আর কিছু মৃত্যু মেনে নেওয়া নিতান্তই কঠিন। আর আমার কাছেে এই মৃত্যুটা এমন। গত ইদে বাড়ি থেকে সুস্থ দেখে আসছি। মাত্র ২৪দিন পেরুতে না পেরুতেই প্রিয় ভাইকে হারিয়েছি।

সদা সর্বদা হাসিমাখা মুখ টি আর দেখতে পাবো না। ব্রাহ্মণবাড়িয়া থেকে বাড়িতে গেলেই দেখার সাথে সাথে একটা কথাই প্রথম বলতো কেমন আছো ভাই? মামা-মামী কেমন আছেনঃ আজ হয়তো বা এমন করে আর কেউ বলবে না।

 নিখোঁজ সাত বছরের কন্যা মারিয়া

মাও: আব্দর রহমান (কাদির হুজুর) একজন প্রবীন মাওলানা। উনি থাকবে গ্রামের প্রতিটি মানুষের অন্তরে। থাকবে তার শিক্ষক জীবনে তিল তিল করে গড়ে তুলা ছাত্র-ছাত্রীসহ অবিভাবকের হৃদয়ে। তার এই অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সরাইল থানাধীন বিভিন্ন সংগঠনের মুখপাত্র। আরো শোক জ্ঞাপন করেছেন তার সাথে গ্রামের মুরব্বী ও স্বজনরা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৫ বছর।

ইলিগ্যান্ট বাংলা পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা, তার প্রতি ও তার পরিবারের প্রতি। আল্লাহ যেন উনার স্ত্রী সন্তানদের ধের্য্য ধারণ করার শক্তি দেয়।

সবার প্রতি একটাই অনুরোধ সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন। 

 এসএসসি ও এইসিএসসি পরিক্ষার রুটিন প্রকাশ বিস্তারিত জানুন




Post a Comment

0 Comments