অসহায়দের নিয়ে ঠাট্টা তিরস্কার মানবতার পরিপন্থি

কৌতুক সংক্রান্ত অধ্যায়, হাসি তামাশা, ইসলাম বা তার কোন বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করলে, পরিণতি কি?, উপহাস কাকে বলে, উপহাস করা নিয়ে উক্তি, কম হাসো বেশি কাঁদো, অসহায়দের নিয়ে ঠাট্টা তিরস্কার, মুক্তিযুদ্ধে নারী pdf, মুক্তিযুদ্ধে নারীরা কিভাবে অংশগ্রহণ করেছিল class 5, যুদ্ধ ও নারী, মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের অবদান, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী নারী মুক্তিযোদ্ধার সংখ্যা কত, মুক্তিযুদ্ধে নারীর অবদান নিয়ে কবিতা, নারী মুক্তিযোদ্ধার নাম, মুক্তিযুদ্ধে নারীদের ৪টি অবদান,

কলিজাতে দাগ লাগাইয়া, ,,,, বানায় দিলিরে,,,,, কুলবিনাশী কলঙ্কিনী আমায় বানায় দিলি,,,,,,,

ওপার বাংলার বিদ্রোহী শিল্পী নচিকেতার একটা গান শুনেছিলাম। মনে পড়ে গেল সেই গানটির কথা। আপনারা দয়া করে গানটি একবার হলেও শুনে নিবেন।

অন্তবিহীন পথ চলাই জীবন,
শুধু জীবনের কথা বলাই জীবন,
জীবন প্রসব করে চলাই জীবন
শুধু যোগ বিয়োগের খেলাই জীবন।
শুধু সূর্যের পানে দেখাই জীবন
জীবনকে ভোগ করে একাই জীবন
একই কক্ষপথে ঘোরাই জীবন
স্বপ্নের সমাধি খোঁড়াই জীবন।
মনের ,,,,,,,, গোপন ঘরে,
যে শ্বাপদ ঘর করে ,,,,,,
তাকেই লালন করে চলাই জীবন।
ফুটপাথে বেওয়ারিশ শিশুরা জীবন
রাম ইসলাম আর যিশুরা জীবন
ওষুধের বিষপান করায় জীবন
চিকিৎসাধীন হয়ে মরাই জীবন।
যে মেয়েটা রোজ রাতে ,,,,,,😭
বদলায় হাতে হাতে ,,,,,,,😢
তার অভিশাপ নিয়ে চলাই জীবন।
প্রতিবাদ প্রতিরোধে নামাই জীবন
লক্ষ্যে পৌঁছে তবে থামাই জীবন
স্বপ্নের কেনাবেচা করায় জীবন
দেয়ালে ঠেকলে পিঠ লড়াই জীবন।
প্রতিদিন ঘরে ফিরে,,,,,,
অনেক হিসেব করে ,,,,
এ জীবন চাই না' তা বলাই জীবন।

জীবন এক যুদ্ধে নাম
জীবন এক যুদ্ধে নাম। বেঁচে থাকার জন্য মানুষ কত কিছুই না করে। কেউ ইটের দালানে থাকে, কেউ ফুটপাতে। কেউ জীবনকে নিয়ে উল্লাসে মেতে থাকে। কেউ জীবিকার তাগিদে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়।
আসছে শীতে কেউ কেউ দামী দামী ওম এর কাপড় পড়বে। আবার কেউ খালি শরীরে রাস্তায় শুয়ে থাকবে। কেউবা কোটি টাকার মালিক হয়েও বলবে তার কিছু নাই। কেউ অল্প কিছু পেয়েও আল্লাহতালার কাছে শুকরিয়া আদায় করবে।
কেউ দানে ব্যস্ত থাকবে আবার কেউ দান গ্রহণে ব্যস্ত থাকবে। এই হলো আমাদের জীবন।

গানের মাধ্যমে অসহায়ত্ব প্রকাশ
আর একটা মেয়ের কথা বলতে গেলে, কোন মেয়ে ইচ্ছে করে রাতের আঁধারে গান গাইতে চাই না। তখনই একটা মেয়ে রাত-বিরাতে গান গাওয়ার আশরে যায়। যখন তার চলার আর কোন রাস্তা থাকে না। অনেকটা বাধ্য হয়েই। আপনার আমার বোন কোন দিন রাতের বেলা কোথাও যাবেনা গান গাইতে। কারণ তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আপনি আমি আছি। কিন্তু কোন কোন জায়গায় মেয়েরা রাতের বেলায় গান গাইতে যাই। তারাও জীবিকার তাগিদে বেঁচে থাকার লড়াইয়ে রাতের আধাঁরে নিজেদের কণ্ঠস্বর বিক্রি করে। কিছু মানুষের মনোরঞ্জন করে টাকা রুজি করে। সবই বেঁচে থাকার জন্য। আর আমরা তাদেরকে নিয়ে মজা করি।

শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত সাবেক ছাত্র এড. ওসমান গনি (সুপ্রিম কোর্ট), ঢাকা বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

নচিকেতার কন্ঠে মেয়েদের নিয়ে বাস্তব কিছু কথা উল্লেখ করা হয়েছে-
যে মেয়েটা রোজ রাতে ,,,,,,😭
বদলায় হাতে হাতে ,,,,,,,😢
তার অভিশাপ নিয়ে চলাই জীবন।
এই গানের অর্থ হয়তোবা অনেকেই বুঝবে, আবার অনেকেই বুঝবে না। একটা মেয়ের চোখ দিয়ে তখনই পানি আসে, যখন সে অসহায় থাকে। এই গানটির মধ্যেও মেয়েটি তার অসহায়ত্ব প্রকাশ করেছে।

প্রাণঘাতী সংক্রমণ ছড়াচ্ছে পেয়াঁজ, যুক্তরাষ্ট্রে আরো একটি নতুন রোগের হানা বিস্তারিত জানতে ক্লিক করুন

মেয়েটি কাতর কন্ঠে একটা কথাই বলেছে,,,,
কলিজাতে দাগ লাগাইয়া, ,,,, বানায় দিলিরে,,,,, কুলবিনাশী কলঙ্কিনী আমায় বানায় দিলি,,,,,,,
কুলবিনাশী কলঙ্কিনী : এই কথাটার ব্যাখ্যা কোনদিন করেছেন? আশা করি করেননি। করলে একটা মেয়েকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এতো হাসাহাসি, মশকরা করতেন না।

যা তোমাদের জন্য আনন্দের, তা আমাদের জন্য মৃত্যুর কারণ।
একটা গল্প পড়েছিলাম, শিশুরাই স্কুল থেকে যাওয়ার সময় পুকুরে ব্যাঙের বাচ্চাদের পাথরের ছোট ছোট টুকরা দিয়ে ঢিল দিত। আর সেই ব্যাঙের বাচ্চাগুলো ডুব দিয়ে পানিতে চলে যেত। এ দৃশ্য দেখে উপরে থাকা মানুষের বাচ্চা গুলো আনন্দ উপভোগ করত। তখন পুকুরে থাকা বাচ্চাগুলো বলেছিল। যা তোমাদের জন্য আনন্দের, তা আমাদের জন্য মৃত্যুর কারণ।

কৌতুক সংক্রান্ত অধ্যায়, হাসি তামাশা, ইসলাম বা তার কোন বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করলে, পরিণতি কি?, উপহাস কাকে বলে, উপহাস করা নিয়ে উক্তি, কম হাসো বেশি কাঁদো, অসহায়দের নিয়ে ঠাট্টা তিরস্কার, মুক্তিযুদ্ধে নারী pdf, মুক্তিযুদ্ধে নারীরা কিভাবে অংশগ্রহণ করেছিল class 5, যুদ্ধ ও নারী, মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের অবদান, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী নারী মুক্তিযোদ্ধার সংখ্যা কত, মুক্তিযুদ্ধে নারীর অবদান নিয়ে কবিতা, নারী মুক্তিযোদ্ধার নাম, মুক্তিযুদ্ধে নারীদের ৪টি অবদান,
অসহায়দের নিয়ে ঠাট্টা তিরস্কার মানবতার পরিপন্থি
আমরা কত বড় নিষ্ঠুর একবার চিন্তা করে দেখেছেন? তারা স্টেইজে গান গাই আর আমরা নিচ থেকে তাদেরকে শারীরিক ও মানুষিক অত্যাচার করি। তাহলে এখানে কারা বেশি দোষী, তারা নাকি আমরা? জনতার কাছে আমার প্রশ্ন?

আজ বিশ্ব শিক্ষক দিবস আমার দেখা সেরা শিক্ষক ২০২১ বিস্তারিত জানতে ক্লিক করুন
অসহায়দের নিয়ে হাসি ঠাট্টা:
এই গানের মর্ম যারা বুঝবেন, তারা দয়া করে কোন অসহায় মানুষদের কে নিয়ে মজা করবে না। তার অসহায়ত্ব টা নিয়ে গভীরভাবে চিন্তা করবেন। হাসি, ঠাট্টা মশকরায় মত্ব হবেন না। আপনার দৃষ্টিভঙ্গি বলে দিবে আপনি কোন শ্রেণীর মানুষ।

অসহায়দের নিয়ে ঠাট্টা তিরস্কার মানবতার পরিপন্থি, গানের অর্থ
 বুঝোন পরে হাসি ঠাট্টায় মত্ব হোন
সোর্স: Sikder Studio : 

Post a Comment

0 Comments