সন্তানের এসএসসি পরিক্ষা বাবার আত্মত্যাগ, পৃথিবীর সকল বাবার স্বপ্ন পূরণ হোক |
বাবা পায়ে হাটতে পারে না তারপরও সন্তানকে এস.এস.সি পরিক্ষার হলে পৌছে দিতে হাটছেন রাস্তায়
আস্তা, ছাঁয়া ভালোবাসা আরেক নাম বাবা। পৃথিবীর সব বাবাই সন্তানের কাছে । সব বাবাই চাই তার সন্তাকে সর্বোচ্চ টা দিয়ে পাশে থাকতে।
বাবা মানে বটবৃক্ষ, প্রখর রোদে শীতল ছায়া। বাবা মানে নির্ভরতা, অন্ধকারে পথের দিশা। আদর-শাসন, আশ্রয়-প্রশ্রয় আর মমতায় মাখা আমাদের প্রিয় ‘বাবা’।
আজ বিশ্ব শিক্ষক দিবস আমার দেখা সেরা শিক্ষক ২০২১ বিস্তরিত জানতে ক্লিক করুন
বাবার মাধ্যমেই সন্তানের জীবনের শুরু। বাবার ঋণ সন্তান কখনো পরিমাপ করতেও পারে না। সন্তানের কাছে আদর-শাসন আর বিশ্বস্ততার জায়গা হলো বাবা। উত্তপ্ত সূর্যের তলে সন্তানের জন্য বাবা শীতল ছায়া হয়ে থাকেন ।
সন্তানের ভালোর জন্য জীবনের প্রায় সবকিছুই নির্দ্বিধায় ত্যাগ করতে হয় বাবাকে।
সন্তানের এসএসসি পরিক্ষা বাবার আত্মত্যাগ, পৃথিবীর সকল বাবার স্বপ্ন পূরণ হোক |
তাইতো বাবাকে নিয়ে হৃদয় স্পর্শী গজল গেয়েছেন-জাইমা নূর
বাবা মানে হাজার বিকেল
আমার ছেলে বেলা
বাবা মানে রোজ সকালে
পুতুল পুতুল খেলা (২ বার)
বাবা মানে কাটছে ভালো
যাচ্ছে ভালো দিন
বাবা মানে জমিয়ে রাখা
আমার অনেক ঋণ (২ বার)
শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার নজির স্থাপন করলেন উনারই ছাত্র এড.মো. ওসমান গনি। বিস্তারিত জানুন
আমি যতই এলোমেলো ভুলের অভিধান
বাবা তুমি সময় মত সহজ সমাধান
জীবনের টানাপোড়েন কিছুই না জানি
আমার গানের স্বরলিপি তোমার মাঝেই খুঁজি
বাবার কাছে হইনা কাল আমি কোনদিনই
বাবা ডাকে আদর করে আমায় সোনামণি (২ বার)
বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া
বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা
ছেলেবেলা হাতছানি দেয় আজও সকাল সাঝে
আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে
চিরদিন থাকবে বলো তুমি আমার সাথে
মা বলে ডাকবে বল সারা জীবন ধরে
বেলা শেষে তুমি আজও অনেক অভিমানি
কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি (২ বার)
অসহায়দের নিয়ে ঠাট্টা তিরস্কার মানবতার পরিপন্থি, এটি পড়ার অনুরোধ রইল। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
সন্তানের এসএসসি পরিক্ষা বাবার আত্মত্যাগ, পৃথিবীর সকল বাবার স্বপ্ন পূরণ হোক |
গরম পানি খালি পেটে খেলে যে ১৬টি সমস্যার সমাধান হয়
0 Comments