১৫টি সাদকায়ে জারিয়া জেনে রাখুন, যা আপনার জীবনের শেষ সম্বল

জারিয়া অর্থ কি,সাদকা অর্থ কি,সদকা কত প্রকার,গুনাহে জারিয়া,সদকায়ে জারিয়ার ফজিলত,সদকা কিভাবে করতে হয়,,সদকা কত প্রকার,গুনাহে জারিয়া, মহানবি স বৃক্ষ রোপনকে সাদকায়ে জারিয়া বলেছেন কেন,,সদকায়ে জারিয়া সম্পর্কে হাদিস,সদকায়ে জারিয়ার ফজিলত,সদকা কিভাবে করতে হয়, সাদকা অর্থ কি,মুফতি মুহাম্মদ এমদাদুল হক,এমদাদুল হক, দৈনিক ইলিগেন্ট বাংলা,পরমানন্দপুর এসডি মেডিয়া,আলোর পথে ইসলামের জ্ঞান
১৫টি সাদকায়ে জারিয়া জেনে রাখুন, যা আপনার জীবনের শেষ সম্বল

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘যখন মানুষ মারা যায় তখন তার আমল স্থগিত হয়ে যায়, কেবল তিনটি আমল ছাড়া; সাদকায়ে জারিয়া, কিংবা এমন জ্ঞান— যা থেকে মানুষ উপকৃত হয় কিংবা এমন সন্তান— যে তার জন্য দোয়া করে। (সহিহ মুসলিম, হাদিস : ১৬৩১)

‘সাদকায়ে জারিয়া’ বা ‘সাদাকাতুন জারিয়াহ্’ আরবি শব্দ। সদকা শব্দের অর্থ দান করা। আর জারিয়া শব্দের অর্থ সদাস্থায়ী, প্রবহমান প্রভৃতি। সাদকায়ে জারিয়া হলো- এমন দান যার কার্যকারিতা কখনো শেষ হবে না এবং তা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। অর্থাৎ এই পৃথিবী যত দিন থাকবে, তত দিন পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সাদকা-কারী ব্যক্তি এর সওয়াব পেতেই থাকবে। তাই প্রত্যেক মুসলমানের উচিত সাদকায়ে জারিয়ার আমলের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখা। তবে দান কাউকে দেখানোর উদ্দেশ্যে নয় বরং শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের নিয়তে করতে হবে।

১৫টি সাদকায়ে জারিয়া জেনে রাখুন:

সন্তানকে উত্তম শিক্ষা দান : 

সন্তানদের উত্তম সন্তান হিসেবে গড়ে তুলুন। দ্বিন এবং মানবতা শিক্ষা দিন। এদের দুআ কবর পর্যন্ত পৌঁছাবে, আপনার থেকে প্রাপ্ত শিক্ষা এদের সঠিক মানুষ হতে সাহায্য করবে। 


জানালায় রেখে দিন পাখিদের জন্য

একটি বাটি বা গ্লাসে কিছু পানি আপনার জানালায় রেখে দিন পাখিদের জন্য; এটাও এক ধরনের সদকা। এটিকে অভ্যাসে পরিণত করুন। আপনি পুরস্কৃত হবেন ইনশাআল্লাহ। 

সন্তানের এসএসসি পরিক্ষা বাবার আত্মত্যাগ, পৃথিবীর সকল বাবার স্বপ্ন পূরণ হোক

মৃদু হাসি বিনিময় করাও সাদাকা

অসুস্থ আত্মীয় কিংবা পরিচিতদের দেখে আসুন। একটু হাসুন, কথা বলুন। এটাও সাদকা। মৃদু হাসি বিনিময় করাও সাদকা।


নিজেকে সংশোধনের জন্য দান : 

আপনার রুমে একটি বক্স রাখুন এবং যখনই আপনি মনে করবেন যে আপনি কোনো অন্যায় করেছেন, তখনই তাতে সাধ্যমতো টাকা-পয়সা রাখুন। মাস শেষে তা খুলে দেখুন এবং তা দান করে দিন। এতে নিজের ভুলগুলোর পরিমাণ বুঝতে পারবেন এবং অনুতপ্ত হয়ে নিজেকে সংশোধনের জন্য এটা সুন্দর একটি পন্থা। 

অসহায়দের নিয়ে ঠাট্টা তিরস্কার মানবতার পরিপন্থি

কোনো স্থানে দুআ লিখে

বাড়িতে ঢুকার ও বের হবার পথে দুআ লিখে রাখুন একটি কাগজে। যে এই দোয়াগুলো দেখতে পেয়ে পাঠ করবে, ইনশাআল্লাহ আপনি সেজন্য পুরস্কৃত হবেন৷ একইভাবে ঘরের এমন কোনো স্থানে দুআ লিখে রাখতে পারেন, যেটা সবার নজরে আসে।

জারিয়া অর্থ কি,সাদকা অর্থ কি,সদকা কত প্রকার,গুনাহে জারিয়া,সদকায়ে জারিয়ার ফজিলত,সদকা কিভাবে করতে হয়,,সদকা কত প্রকার,গুনাহে জারিয়া, মহানবি স বৃক্ষ রোপনকে সাদকায়ে জারিয়া বলেছেন কেন,,সদকায়ে জারিয়া সম্পর্কে হাদিস,সদকায়ে জারিয়ার ফজিলত,সদকা কিভাবে করতে হয়, সাদকা অর্থ কি,মুফতি মুহাম্মদ এমদাদুল হক,এমদাদুল হক, দৈনিক ইলিগেন্ট বাংলা,পরমানন্দপুর এসডি মেডিয়া,আলোর পথে ইসলামের জ্ঞান
১৫টি সাদকায়ে জারিয়া জেনে রাখুন, যা আপনার জীবনের শেষ সম্বল

পুরাতন জামা দান করুন

আপনার পুরাতন অথবা ব্যবহার হচ্ছে না এমন পোশাক গরিবকে দান করুন। সুযোগ থাকলে নতুন জামা যেদিন কিনবেন, সেদিনই এক সেট পুরাতন জামা দান করুন। এবং অন্যকে উৎসাহিত করতে পারেন। এতে অন্যরা উৎসাহিত হবেন।


শ্রমিককে ঠান্ডা পানি পান 

আপনার বাড়ির আশপাশে যদি কোনো নির্মাণ কাজ চলে কিংবা শ্রমিকেরা কাজ করে, তবে কিছু ঠাণ্ডা পানি বা খাবার তাদেরকে দিতে পারেন। ইনশাআল্লাহ আপনি পুরস্কৃত হবেন।

শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা এড.মো. ওসমান গনি

মসজিদে কুরআন মাজিদ

কোনো মসজিদে কুরআন মাজিদ রেখে দিন; যে কোনো ব্যক্তি যখন অন্তত একটি অক্ষর পাঠ করবে, তার জন্য ১০ গুন সওয়াব লিখিত হবে আপনার আমলে।


ফুলদানিতে পানি রেখে : 

আপনার পান করা গ্লাসে পানি অবশিষ্ট থেকে গেলে তা একটি ফুলদানির পাত্রে রেখে দিন, অপচয় করবেন না।

প্রাণঘাতী সংক্রমণ ছড়াচ্ছে পেয়াঁজ, যুক্তরাষ্ট্রে আরো একটি নতুন রোগের হানা

বিপর্যস্তদের উৎসাহ প্রদান

আপনার মুসলমান ভাইবোনদের উৎসাহ দিন, দুর্দিনে সাহায্য করুন, সহানুভূতিশীল হোন, যখন তারা মানসিকভাবে বিপর্যস্ত থাকে। 

জারিয়া অর্থ কি,সাদকা অর্থ কি,সদকা কত প্রকার,গুনাহে জারিয়া,সদকায়ে জারিয়ার ফজিলত,সদকা কিভাবে করতে হয়,,সদকা কত প্রকার,গুনাহে জারিয়া, মহানবি স বৃক্ষ রোপনকে সাদকায়ে জারিয়া বলেছেন কেন,,সদকায়ে জারিয়া সম্পর্কে হাদিস,সদকায়ে জারিয়ার ফজিলত,সদকা কিভাবে করতে হয়, সাদকা অর্থ কি,মুফতি মুহাম্মদ এমদাদুল হক,এমদাদুল হক, দৈনিক ইলিগেন্ট বাংলা,পরমানন্দপুর এসডি মেডিয়া,আলোর পথে ইসলামের জ্ঞান
১৫টি সাদকায়ে জারিয়া জেনে রাখুন, যা আপনার জীবনের শেষ সম্বল


এতিম কে সাহায্য

আপনার হাত খরচের টাকা দিয়ে একজন এতিমকে সহায়তা করুন, আপনার সাধ্যমতো। মাসের কোনো একদিন নাস্তা না করে এতিম কোনো শিশুকে খাবার খাইয়ে দিন। এতে আপনার সাদকায়ে জারিয়া আদায় হয়ে যাবে।


ক্ষমার মাধ্যমে : 

ক্ষমা একটি মহৎগুণ। তাই ক্ষমা করতে শিখুন। ততক্ষণ পর্যন্ত ঘুমাবেন না, যতক্ষণ পর্যন্ত আপনাকে যারা কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করেছেন। ক্ষমার মাধ্যমে আপনার সাদকায়ে জারিয়া আদায় হয়ে যাবে।

আজ বিশ্ব শিক্ষক দিবস আমার দেখা সেরা শিক্ষক ২০২১

দ্বীন শিক্ষার 

কাউকে এক অক্ষর হলেও দ্বিন শিক্ষা দিন। সেই ব্যক্তি যখন তার সন্তানসন্ততি, বন্ধুবান্ধব কিংবা তার সন্তানদের মাধ্যমে তার পরের প্রজন্ম এই দ্বিন অর্জন করবে, সে সকল সওয়াব মৃত্যুর পরেও আপনার কবরে পৌঁছাবে ইনশাআল্লাহ।


মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল স্থাপনে সহায়তা :

সামর্থ্য থাকলে মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল স্থাপনে সহায়তা করুন। গাছ লাগান, টিউবওয়েল বা পান করার পানির ব্যবস্থা করুন। আপনার মৃত্যুর পরেও মদজিদ মাদ্রাসা দ্বিন শিক্ষা দিতে থাকবে, হাসপাতালে রোগী সেবা পেতে থাকবে, গাছ থেকে মানুষ অক্সিজেন এবং খাবার পাবে, পান করার পানি পান করতে পারবে আপনার ব্যবস্থা করে দেওয়া পানির উৎস থেকে। এসকল কিছু সদকায়ে জারিয়া। এগুলো মৃত্যুর পরেও আপনাকে পরকালের জন্য ধনী করতে থাকবে।

গরম পানি খালি পেটে খেলে যে ১৬টি সমস্যার সমাধান হয়

জায়নামাজ মসজিদে দেওয়া : 

একটি জায়নামাজ কিনে মসজিদে রেখে দিন, যে ব্যক্তি তাতে নামাজ আদায় করবে, ইনশাআল্লাহ আপনি সেই আমলের জন্য পুরস্কৃত হবেন। এটি আপনার জীবনে বড় একটি সম্বল হতে পারে।

পরমানন্দপুরের ছেলে শ্রেষ্ঠ ওসির খেতাম অর্জন করলেন

সাদাকার পন্থাগুলো মানুষের সাথে শেয়ার করে : 

এই সাদাকার পন্থাগুলো মানুষের সাথে শেয়ার করুন, তাদের শিক্ষা দিন। এটিও সাদাকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত।

দান করুন কোনো কিছু পাওয়ার জন্য নয়। দান করতে হবে স্বেচ্ছা, লোক দেখানো দানে বরকত থাকে না। তাই দান করুন একমাত্র আল্লাহ তা’য়ালা সন্তুষ্টির উদ্দেশ্য।


ছোট শিশুর কন্ঠে সুরা মুলক এর তেলোওয়াত শুনে আসুন হৃদয় স্পর্শ  করবে। 

এখানে ক্লিক করুন

আপনার সন্তাকে দ্বীনি শিক্ষা দিন, আপনার কবরের পাশে দাড়িয়ে কান্নাকাটি করবে এতে কবরের আজাব কমে যেতে পারে। তাই সন্তাকে এলেম শিক্ষা দিন। 

আরো জানতে এখানে ক্লিক করুন

Post a Comment

0 Comments