সম বয়সী মেয়ে বিয়ে করার উপকারিতা ও অপকারিতা না জানলে বিপদ

বিয়ের কুফল, বিয়ে করলে কি করতে হয়, বিয়ে করলে কি কি রোগ ভাল হয়, সমবয়সী সম্পর্কের সমস্যা, সমবয়সী রিলেশন, সমবয়সী বিয়ে করার উপকারিতা, সমবয়সী রিলেশন, ভালোবেসে বিয়ে করলে কি হয়, বিয়ে করলে কি করতে হয়, সমবয়সী english meaning, বিয়ের কুফল, ছাত্র জীবনে বিয়ে করা কি ঠিক, আলোর পথে ইসলামের জ্ঞান, দৈনিক ইলিগেন্ট বাংলা, The daily elegant bangla
না জানলে বিপদ সম বয়সী মেয়ে বিয়ে করার উপকারিতা ও অপকারিতা


কি কি সমস্যা হতে পারে? জীবন সঙ্গী যদি সমবয়সী জীবন সঙ্গী হয় তাহলে 

বিয়ে হচ্ছে দুইজনের মধ্যে একটি বন্ধন, যা সারা জীবনের জন্য থাকবে। পরিবারগতভাবে বিয়ে হোক আর ভালোবেসে বিয়েই হোক সব কিছুতেই বোঝাপড়াটাই প্রধান। 

দুজন যদি দুজনকে পড়ে নিতে পারেন তাহলে সংসারে সমস্যা আসলেও তা সমাধান করা সহজ হয়ে পরবে। আর সমস্যা তো আসবেই, 

কারণ সমস্যা ছাড়া মানুষ থাকতে পারে না আর সমস্যা মানুষের পিছু ও ছাড়ে না। তবে, সমবয়সীদের বিয়েতে একটু ঝামেলা থাকেই।

১৫টি সাদকায়ে জারিয়া জেনে রাখুন, যা আপনার জীবনের শেষ সম্বল

ইদানিং খুব বেশি সমবয়সীদের মাঝে বিয়ের ব্যাপারটা দেখা যাচ্ছে। একইসঙ্গে পড়াশুনা বা চাকরি করতে গিয়ে কাছাকাছি আসা, মনের মিল খুঁজে পাওয়া এবং শেষে ঘর বাঁধা। 

সমবয়সী স্ত্রীর সঙ্গে বন্ধুর মতো সবকিছু শেয়ার করা যায়। নিজের ভালোলাগার বিষয়গুলো তার সঙ্গে মিলে যায় সহজেই। বিষয়গুলো আবার সব সময় একই রকম থাকে না। 

সন্তানের এসএসসি পরিক্ষা বাবার আত্মত্যাগ, পৃথিবীর সকল বাবার স্বপ্ন পূরণ হোক

সমবয়সী দু'জনের ভিতর একে অপরকে পারিবারিক ভাবে সম্মান দেয়ার ব্যাপারটা কম থাকে। কারণ দুজনই ভাবে তারা কেউ কম জানেনা। 

আর যখন সম্মান বোধটা মুখ্য হয়ে উঠে, তখন আসলেই ভাল থাকাটা কষ্টকর। সম্মান বোধ টাকে প্রাধাণ্য দিলে আর এক সাথে থাকাটা হয়ে উঠে না।

বিয়ের কুফল, বিয়ে করলে কি করতে হয়, বিয়ে করলে কি কি রোগ ভাল হয়, সমবয়সী সম্পর্কের সমস্যা, সমবয়সী রিলেশন, সমবয়সী বিয়ে করার উপকারিতা, সমবয়সী রিলেশন, ভালোবেসে বিয়ে করলে কি হয়, বিয়ে করলে কি করতে হয়, সমবয়সী english meaning, বিয়ের কুফল, ছাত্র জীবনে বিয়ে করা কি ঠিক, আলোর পথে ইসলামের জ্ঞান, দৈনিক ইলিগেন্ট বাংলা, The daily elegant bangla
না জানলে বিপদ সম বয়সী মেয়ে বিয়ে করার উপকারিতা ও অপকারিতা

পুরুষের তুলনায় মেয়েরা শারিরীক ও মানসিকভাবে পরিপক্ক হয় দ্রুত, তেমনি পুরষের আগে মেয়েরা বুড়িয়ে যায়। তাই বিয়ের ক্ষেত্রে নারী পুরুষের বয়সের ব্যাবধান থাকা উচিৎ মানে নারীদের থেকে পুরুষদের বয়স বেশি হওয়া ভাল । তবে নিজেরা যদি নিজেদের মধ্যে সমঝোতা তৈরি করে, নিজেরা নিজেদের সাথে খাপখাইয়ে নিতে পারে 

অসহায়দের নিয়ে ঠাট্টা তিরস্কার মানবতার পরিপন্থি

তাহলে কোনো সমস্যা হবে না। সময় নিয়ে চিন্তা করেই সিন্ধান্ত নেয়া উচিৎ কারণ বিয়েটা জীবনের অনেক গুরুত্বপুর্ণ একটি অংশ।

তবে জীবনের শেষদিন পর্যন্ত এই 'বন্ধুত্ব' খুব কম কাপল ধরে রাখতে পারে!! একটা বিয়ে ঠিকিয়ে রাখতে ব্যাক্তির উপর আসলে সব কিছু নির্ভর করে!!


গজল শুনতে ঘুরে আসুুন আমাদের ইসলামিক চ্যানেল এ আশা করি ভালো লাগবে। নিজে েইসলাম প্রচার করুন আর অন্যকে ইসলাম প্রচারে উৎসাহিত করুন। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

নবম ও দশম শ্রেণীর হিসাববিজ্ঞান এর সমস্যা গুলোর সমাধান পেতে এখনই ঘুরে আসুন   আমাদের চ্যানেল, এখানে ক্লিক করুন


শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা এড.মো. ওসমান গনিপ্রাণঘাতী সংক্রমণ ছড়াচ্ছে পেয়াঁজ, যুক্তরাষ্ট্রে আরো একটি নতুন রোগের হানাআজ বিশ্ব শিক্ষক দিবস আমার দেখা সেরা শিক্ষক ২০২১গরম পানি খালি পেটে খেলে যে ১৬টি সমস্যার সমাধান হয়



Post a Comment

0 Comments