শীতের তীব্রতা দিন দিন বাড়ছেই। শীতার্তদের পাশে থাকা আমাদের একান্ত দায়িত্ব ও কর্তব্য। |
আপনার পুরাতন অথবা ব্যবহার হচ্ছে না এমন পোশাক গরিবকে দান করুন
শীতের তীব্রতা দিন দিন বাড়ছেই। শীতার্তদের পাশে থাকা আমাদের একান্ত দায়িত্ব ও কর্তব্য। আসুন যার যার এলাকায় দুর্ঘ গড়ে তুলি। এবং যুবকদের কে উৎসাহ দেয়।
আপনার পুরাতন অথবা ব্যবহার হচ্ছে না এমন পোশাক গরিবকে দান করুন। সুযোগ থাকলে নতুন জামা যেদিন কিনবেন, সেদিনই এক সেট পুরাতন জামা দান করুন। এবং অন্যকে উৎসাহিত করতে পারেন। এতে অন্যরা উৎসাহিত হবেন।
আসছে শীতে আপনি আমি ভাবছি শীত নিবারণের জন্য কত সুন্দর সুন্দর শীতের কাপড় কিনবো। কার টা কত দামী হবে,কার টা কতো সুন্দর হবে। একবার কি ভেবেছেন যারা গরীব, পথের মধ্যে শুয়ে থেকে শীতের সময় টা অতিক্রম করবে তাদের কতোটা কষ্ট হবে।
যদি আপনার সামান্যতম মানবতা থাকে তাহলে আপনিও তাদের সাহায্য করতে পারেন। আপনার পুরাতন কাপড় যেগুলো শুধু শুধু ড্রয়ারে পরে আছে কিন্তু আপনি আমি ব্যবহার করছি না সেগুলো তাদের মধ্যে বিতরন করে তাদের পাশে দাড়াঁতে পারেন।
শীতের তীব্রতা দিন দিন বাড়ছেই। শীতার্তদের পাশে থাকা আমাদের একান্ত দায়িত্ব ও কর্তব্য। |
আপনার সন্তানের কথা চিন্তা করে আপনি আপনার বাড়ির পাশের একটি গরিব শিশুকে শীতের কাপড় দিতে পারেন। আবার অনেকে লজ্জায় পরে আপনার কাছ থেকে নাও নিতে পারে। তাই মানবতার দেওয়াল তৈরি করতে পারেন। আপনার এলাকার এমন একটি জায়গায় যেখানে মানুষ চলাচল আছে। আপনি এখানে আপনার অপ্রয়োজনীয় কাপড়গুলো রেখে আসলেন আর যাদের প্রয়োজন তারা মানবতার দেওয়াল থেকে নিয়ে যাবে।
এভাবেই আমরা এই শীতে একে অপরের পাশে দাড়াঁতে পারি। আপনি আপনার এলাকার শীতার্থদের পাশে দাড়াঁন, আমি আমার একালায়।
আর এই পোষ্ট শেয়ার করেও মানবতার সেবায় অংশ নিতে পারেন। কারণ আপনার একটি শেয়ারে আরো অনেকেই উৎসাহিত হতে পারে।
সম বয়সী মেয়ে বিয়ে করার উপকারিতা ও অপকারিতা না জানলে বিপদ১৫টি সাদকায়ে জারিয়া জেনে রাখুন, যা আপনার জীবনের শেষ সম্বলসন্তানের এসএসসি পরিক্ষা বাবার আত্মত্যাগ, পৃথিবীর সকল বাবার স্বপ্ন পূরণ হোকঅসহায়দের নিয়ে ঠাট্টা তিরস্কার মানবতার পরিপন্থিশিক্ষকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা এড.মো. ওসমান গনিপ্রাণঘাতী সংক্রমণ ছড়াচ্ছে পেয়াঁজ, যুক্তরাষ্ট্রে আরো একটি নতুন রোগের হানা
0 Comments